Posts

আমার ইসলাম

একটা গল্প বলি, তিনজন লোককে  বলা হল  বিড়ালকে মরিচ খাওয়ানোর জন্য, ১ম জন আয় চু চু আয় খা,বিড়ালটি খাচ্ছে না, ২ য় জন বিড়ালকে ঠেসে ধরল মরিচে,তাও খাচ্ছে না আর শেষের জন বিড়ালের পশ্চাৎপদে ঘষে দিল ব্যাস এখন চেটে চেটে খাচ্ছে। আমাদের অবস্থা ঠিকই এমন, যখন যে ঘসে দিচ্ছে আমরা খাচ্ছি। ও আচ্ছা কি নিয়ে কথা বলছি? ধরেন ব্রিটিশদের চা থেকে এখনকার ভারতীয় চ্যানেল পর্যন্ত একটু ঘষে দিয়েছে বাকিটা লেখতে ইচ্ছা করছে না, আসলে আমরা সরল জাতি তো চিনি আর লবনের পার্থক্যটা চেকে বিশ্বাস করতে চাই না দেখে বিশ্বাস করতে চাই। যাই হোক কোন জিনিস নিয়া প্রশ্ন তোলার আগে ওই বিষয়ের উপর নলেজ না থাকলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, আর ইসলাম তো বিশাল ব্যাপার। সাধারণ কোন মাসালাহ নিয়ে গুগুল করলে যে বিতর্কিত মন্তব্য আসে যেন মনে হয় না জানাটা ভাল ছিল, সেই দিন সম্মিলিত মোনাজাত নিয়ে ধোয়াশার কারনে গুগোল কর‍তে গিয়ে দেখি ১ জন ইসলামিক স্কলার বলছেন এইরকম কোন  একটা জাল হাদিস ও নাই অন্যজন বলছে  ৭২টা হাদিস দেখতে পারবেন। আপনি ভাবছেন কোন মুফতির কাছে গেলেই তো হয়? তাই নাহ!! আচ্ছা এবার বলি আমি ঃ যথারীতি আমি আমার উক্ত প্রশ্ন করলাম হুজুর ঃ উত্তরে আপনার  দাড়ি এ

চাঁদ দেখা নিয়ে বিতর্ক

প্রায় ১ ব্ছরে ৫২টা শুক্রবার দেখ্লাম সৌদি আরবের সাথে মিলে গেল শুধু ঈদ মিলছে নাহ্ বৈজ্ঞানিক পদ্ধতিতে ১৯৩টি দেশের মধ্য ১৭৩টি দেশ কাল বৃহস্পতিবার ঈদ পালন করবে ইনশাআল্লাহ    রেফারেন্স হিসেবে ভাল লেগেছে খালিদ সাইফুল্লাহ আর আসাদ হিমু ভাইয়ের লিখন ঘড়ির সময় হিসেবে সৌদি আরব থেকে ৩ ঘন্টা এগিয়ে বাংলাদেশ। তাদের +৩ আর আমাদের +৬। এখন বোঝার জন্য আমার জানতে চাওয়া ঘড়ির সময় হিসেবে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়ই আমাদের আগে হওয়ার কথা। যদি তাইই হয় তাহলে চাঁদ ও আমরা আগে দেখতে পাওয়া কথা। কিন্তু বাস্তবে আমরা পরে দেখি। আমরা কি আসলে নতুন চাঁদই দেখি নাকি এই ৩ ঘন্টার ব্যবধানের কারণে একদিন পরে গিয়ে পুরান চাঁদ দেখি? বিষয়টা যদি কেউ একটু বুঝিয়ে দিতেন। সবাই সব কিছু জানবে বা একভাবেই বুঝবে এমন কোন কথা নেই। বিষয়টা জানিনা/বুঝিনা তাই বুঝতে চাইছি।  সমস্যা হল, আমরা সৌর ও চন্দ্রের হিসেবকে মিলিয়ে ফেলি। সৌর হিসেবে সৌদি আরবের সাথে আমাদের পার্থক্য মাত্র ৩ ঘণ্টা হলেও চন্দ্রের হিসেবে সৌদি আরব ও আমাদের পার্থক্য ২১ ঘণ্টার! পৃথিবীর গতির কথা তো জানিই। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে ঘুরে চলেছে প্রতিনিয়ত। যার আহ্নিক গতি বলি।